ঈদ মানে বৈষম্য ভুলে মানবতার জয়গান: আ জ ম নাছির

1 min read

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ঈদ মানে আনন্দ। ঈদ মানে সব বৈষম্য, ভেদাভেদ ভুলে মানবতার জয়গান।

সম্প্রতি নগরীর মুরাদপুরে পশ্চিম ষোলশহর ওয়ার্ডের ৩৫০ জন দিনমজুর, অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

সাবেক সিটি মেয়র বলেন, আল্লাহতায়ালার কাছে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই। অর্থ, বিত্ত, ধন-সম্পদ থাকলে আপনি পৃথিবীতে সব ভোগবিলাস করতে পারবেন। যেনতেনভাবে যেকোনো উপায়ে আমাকে টাকাওয়ালা হতে হবে। কিন্তু সেই টাকা দিয়ে আপনি কি করবেন? আল্লাহ আপনাকে দিয়েছেন বলেই আপনি বিত্তবান হয়েছেন। যাওয়ার সময় আর কিছু নিয়ে যাওয়া যাবে না। আপনি চাইলেও এক কেজি চালের ভাত খেতে পারবেন না। আপনি ভালো আছেন, আপনার পাশের লোকটার জন্যও ভালো কিছু করুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচঁলাইশ থানা আওয়ামী লীগ নেতা রফিউল হায়দার রফি। এসময় ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুর রহিম, মহানগর যুবলীগ নেতা মোহাম্মদ সাইফুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের উপদেষ্টা আনোয়ারুল ইসলাম বাপ্পী, পশ্চিম ষোলশহর ইউনিট আওয়ামী লীগ সভাপতি এস এম আলমগীর, মহানগর মৎস্যজীবী লীগের যুগ্ম সম্পাদক শাহেদ হায়দার খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রাশেদুল আনোয়ার খান, মহানগর তাঁতী লীগ নেতা স্বপন, পশ্চিম ষোলশহর ওয়ার্ড যুবলীগ নেতা মামুনুর রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।

+ There are no comments

Add yours