পদত্যাগ করতে পারেন ইসরায়েলি সেনাপ্রধান

0 min read

গোয়েন্দাপ্রধানের পদত্যাগের পর এবার ইসরায়েলি সেনাপ্রধান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জণ উঠেছে। শনিবার (২৭ এপ্রিল) ইসরায়েলের বেসরকারি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ এর বরাতে এই তথ্য জানায় বার্তাসংস্থা আনাদোলু। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি কিছুদিনের মধ্যে পদত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।

প্রায় সাত মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলছে ইসরায়েলি আগ্রাসন। এরপরও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি দেশটি। গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলা ঠেকাতে ব্যর্থতা নিয়ে ইসরায়েলি নাগরিক ও সরকারের মধ্যে চরম ক্ষোভ রয়েছে। এমন অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি পদত্যাগের বিষয়টি সামনে এলো।

ইসরায়েলের বেসরকারি সংবাদমাধ্যম ‘চ্যানেল ১২’ জানিয়েছে, গত সপ্তাহে দেশটির সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহারন হালিভার পদত্যাগের পর এটা স্পষ্ট হয়ে গেছে যে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পূর্বাভাস দিতে ব্যর্থ হওয়ার জন্য চিফ অব স্টাফ থেকে শুরু করে দায়ী সব কর্মকর্তাকে ঘরে ফিরে যেতে হবে অর্থাৎ পদত্যাগ করতে হবে।

এর আগে সোমবার (২২ এপ্রিল) ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহারন হালিভা পদত্যাগের ঘোষণা দেন। ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দেন তিনি। অবশ্য নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত হালিভাই দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।।

চ্যানেল ১২ বলছে, অদূর ভবিষ্যতে অবসর নিতে বাধ্য করা হবে এমন কমান্ডারদের মধ্যে আহারন হালিভাই প্রথম। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেটের প্রধান রনেন বারসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তাও এই তালিকায় রয়েছেন।

এদিকে নিরাপত্তা ও রাজনৈতিক ব্যবস্থার জন্য সেনাপ্রধান পদে হার্জি হালেভির প্রতিস্থাপনের অর্থ কী হবে তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলেও ‘চ্যানেল ১২’ জানিয়েছে।

এতে বলা হয়েছে, মেজর জেনারেল ইয়ারন ফিঙ্কেলম্যান ও মেজর জেনারেল এলিজার টোলেদানোসহ অনেক কমান্ডার যাদের একসময় সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হতো, তাদেরকেও এখন ব্যর্থতার জন্য দায়ী হিসেবে দেখা হচ্ছে।

এখন ইসরায়েলি রাজনৈতিক মহলের আশা, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল ইয়াল জামির হয়তো হালেভির স্থলাভিষিক্ত হবেন। একটি সূত্রের বরাত দিয়ে এই তথ্যটি জানিয়েছে চ্যানেল ১২।

এর আগে, গত বছরের ৭ অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে বিভিন্ন স্থাপনায় হামলা চালান। ওই হামলায় অন্তত এক হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫০ জনের বেশি মানুষকে আটক করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল।

সপ্তম মাসে পৌঁছানো ইসরায়েলের সামরিক বাহিনীর এই যুদ্ধ গাজা উপত্যকায় নজিরবিহীন মানবিক সংকট তৈরি করেছে। যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নির্বিচার হামলায় ৩৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours