বিএনপিকে গাছে তুলে মই কেড়ে নিলো বিদেশিরা

1 min read

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেট ফাইওন্যান্স ইন্টারন্যাশনাল গ্রুপের প্রতিষ্ঠাতা টেরি এল ইসলে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি অসাংবিধানিক ও বেআইনি।’

রোববার (৩০ জুলাই) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

টেরি এল ইসলে বলেন, ‘আপনাদের সংবিধান তত্ত্বাবধায়ক সরকার এলাউ করে না। এটি করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যদিও এটি ভালো আইডিয়া হয়ে থাকে, যদি তারা (ইসি) এটা করতেও চায়, তারা এটা করতে পারবে না। কারণ এটি করার কোনো আইনি কাঠামো নেই। এই মুহূর্তে এটা করা সম্ভব নয়।’

‘আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দলের সদস্য হিসেবে আমরা মনে করি, এই সরকারের অধীনে কমিশন সুষ্ঠ নির্বাচন আয়োজন করতে পারবে।’

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি ও আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পল বলেন, ‘আমরা আশা করছি সংবিধান অনুযায়ী তারা (ইসি) অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে পারবে।’

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিদেশি পর্যবেক্ষকদের এমন মন্তব্যের পর মুষড়ে পড়েছে বিএনপি নেতারা। এখন দলটির নেতারাই বলছেন- বিএনপিকে গাছে তুলে মই কেড়ে নিয়েছে বিদেশিরা। দলটির একাধিক নেতার তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এমনটাই জানা গেছে।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এটা সত্যি যে, বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের হস্তক্ষেপ চাঙ্গা করেছে বিএনপিকে। নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা। শেষমেশ তারা যদি তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সরকারকে চাপ না দেয় তাহলে অবস্থাটা দাঁড়ায়- গাছে তুলে মই কেড়ে নেওয়ার মতো।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে তাদের লবিস্টদের প্ররোচণায় ভেবেছিলো- বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে বিদেশিরা। কিন্তু কোনো রাষ্ট্রই কোনো দেশের কোনো রাজনৈতিক দলকে চাইলেই ক্ষমতায় বসিয়ে দিতে পারে না। বিএনপি তো মূলত একটি পরজীবী রাজনৈতিক দল, তারা যে ক’বারই ক্ষমতায় এসেছে ষড়যন্ত্র আর বিদেশিদের সহায়তায়- জনগণের ভোটে নয়। এ কথা চিরন্তন সত্য যে, দলটি ক্ষমতা চায়- জনগণের সমর্থন নয়।

+ There are no comments

Add yours