ফখরুলকে সরাতে বিএনপি নেতাদের গণস্বাক্ষর

1 min read

আগামী বছরের শুরুতে অনুষ্ঠেয় জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুলকে সরাতে গোপনে কাজ করছেন বিএনপিতে তারেক অনুসারী একটি অংশের নেতারা। এরই অংশ হিসেবে নেয়া হচ্ছে গণস্বাক্ষরও।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পছন্দমতো মহাসচিব দিয়ে স্থায়ী কমিটি গঠন করতে গোপনে কাজ করছেন বিএনপির বর্তমান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বেশকিছু নেতা। সেই লক্ষ্য পূরণে এরই মধ্যে গোপনে ৬৪টি জেলা কমিটির সদস্যদের কাছে নতুন কমিটি গঠন সংক্রান্ত চিঠিও পাঠিয়েছেন রিজভী।

সেই চিঠিতে স্থায়ী কমিটি গঠন করার জন্য গণস্বাক্ষর অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। গণস্বাক্ষর সম্বলিত সেই কাগজ লন্ডনে পাঠানো হবে বলেও জানা গেছে।

বিএনপির একাধিক সংস্কারপন্থী দায়িত্বশীল নেতারা জানান, বর্তমান বিএনপির এমন নিথর অবস্থার জন্য বিএনপির মহাসচিব এবং অন্যান্য স্থায়ী কমিটির সদস্যরা দায়ী। মির্জা ফখরুল, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায় ও মির্জা আব্বাসের মতো নেতারা দীর্ঘ সময় একই পদে থাকায় দলের দায়-দায়িত্বে অবহেলা দেখাচ্ছেন। এছাড়া বিভিন্ন কমিটিতে পছন্দমতো লোক বসিয়ে বিএনপিকে অথর্ব দলে পরিণত করেছেন।

পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে কোটি কোটি টাকা ঘুষ নিয়ে অযোগ্য ও অপরীক্ষিত নেতাদের মনোনয়ন দেওয়ায় বিএনপিকে প্রতিবারই মুখ থুবড়ে পড়তে হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মোহাম্মদপুর থানা বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা বলেন, বিএনপির মহাসচিব গা বাঁচিয়ে থাকছেন। প্রতি রাতেই বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করার নামে বিভিন্ন দূতাবাস ও নিজ দলের ষড়যন্ত্রকারী নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করেন। তাই তাকে নিয়ে দলের মধ্যে গোপনে পরিকল্পনা করা হচ্ছে। এর মধ্যে গণস্বাক্ষরও রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির সংস্কারপন্থী অপর এক নেতা বলেন, কিছুদিনের মধ্যে বিএনপির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে পারে। এরই মধ্যে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব নিয়ে তৃণমূলে নানা প্রশ্ন উঠছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours