বান্দরবানে ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে ৫৩ জন রিমান্ডে

1 min read

বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃত ৫৩ জনকে রিমান্ডে রিমান্ডে নেয়া হয়েছে। এরমধ্যে একজন নারীকে ১ দিন ও ৫২ জনকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুট মামলার আসামিদের হাজির করা হয়।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হোসাইনের আদালতে রিমান্ডের এবং আসামিদের জামিন আবেদনের শুনানি হয়।

কোর্ট পুলিশের পরিদর্শক ফজলুল হক জানান, ৫৭ জন আসামিকে আদালতে হাজির করে পুলিশ রিমান্ডের আবেদন করলে আদালত ৫৩ জনের রিমান্ড মঞ্জুর করেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানান, রিমান্ড মঞ্জুর আদেশে ২টি মামলায় অন্তঃসত্ত্বা এক নারীকে কারাগারের ফটকে ১ দিন ও ৫২ জনকে ২ দিন করে জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। আদালতে হাজির ৫৭ আসামির মধ্যে ৪ জনকে আরও অন্য মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাদেরকে রিমান্ডে নেয়ার বিষয়ে পরবর্তী ধার্য তারিখে শুনানি হবে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours