একাত্তরের বীরদের স্মরণের মাধ্যমে ফেনীতে জাতীয় দিবস পালিত

1 min read

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও স্মরনের মধ্য দিয়ে ফেনীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

মঙ্গলবার (২৬ মার্চ ) সূর্যদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি দপ্তরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। শহরের জেল রোডস্থ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনি দেয়া হয়। এসময় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, পুলিশ সুপার জাকির হাসানসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তারা।

এদিন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট হাফেজ আহম্মদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজীসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

দিবসটি পালন উপলক্ষে সকালে ভাষা শহিদ আব্দুস সালাম স্টেডিয়ামে কুচকাওয়াজ ও মনোজ্ঞ প্রদর্শনীর আয়োজন করে জেলা প্রশাসন। পরে কুচকাওয়াজ ও প্রদর্শনীর পুরষ্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

দিবসের অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রমান্যচিত্র প্রদর্শনী, মহিলাদের নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা, দেশের সমৃদ্ধি কামনায় জেলার প্রত্যেক মসজিদ, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা, এতিমখানা ও কারাগারসহ সরকারি শিশু পরিবারে উন্নত ইফতার পরিবেশন এবং প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন।

+ There are no comments

Add yours