নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক, বিএনপি-ছাত্রদলের ১২ নেতাকর্মী আটক

1 min read

টাঙ্গাইলে বিএনপি ও ছাত্রদলের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, নাগরপুর উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদ আহমেদ, টাঙ্গাইল পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক শাহীন চৌধুরী, জেলা যুবদল নেতা হেলাল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক মাসুদ, ছাত্রদল নেতা আমিনুরসহ ১২ জন।

টাঙ্গাইল সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, সোমবার বিকেলে জেলা শহরের ফুলি কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় গোপন বৈঠক করছিলেন বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। মূলত নাশকতার উদ্দেশ্যে এ বৈঠক করেন তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের ১২ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় সোমবার রাতে কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০-৩৫ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা করেন এসআই রেহানুল। ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আটকদের আদালতে পাঠানো হয়।

+ There are no comments

Add yours