তারেক জিয়ার এখন রক্তের একটা বন্যা দরকার: চিফ হুইপ

1 min read

বুধবার (২৭ ডিসেম্বর) মাদারীপুর-১ (শিবচর) আসনের বন্দরখোলা ইউনিয়নের শিকদারহাট উচ্চ বিদ্যালয় মাঠে ও সন্ন্যাসীরচর ইউনিয়নের খাসের হাট মাঠে জনসভায় তিনি এসব কথা বলেন।

চিপ হুইপ আরও বলেন, বিদেশিরা এখন মানবাধিকারের কথা বলছে। তারা (বিদেশিরা) তো বঙ্গবন্ধু হত্যার পর মানবাধিকারের কথা বলেনি। বঙ্গবন্ধু হত্যাকারীদের তারা কেন আশ্রয় দিয়েছে? ২১ আগস্ট গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞে যার সাজা হয়েছে, সেই তারেক জিয়াকে তারা কেন আশ্রয় দিয়েছে? মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের যারা হত্যা করছে, দেশান্তরী করেছে, তাদের তো তারা স্যাংশন দিচ্ছে না। তাদের নিয়ে কাউকে তো মানবাধিকারের কথা বলতে দেখি না।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, উপজেলা চেয়ারম্যান লতিফ মোল্লা, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানসহ অনেকে।

এদিন চিফ হুইপ সন্ন্যাসীরচর ইউনিয়নের আ. রশিদ মাদবরের বাড়ি, মোস্তাক আহম্মেদ বুরু মোল্লার বাড়ি, সামচু সরদারের বাড়ি, আ. মান্নান মাদবরের বাড়ি, আ. রউফ হাওলাদারের বাড়ি, আবুল হোসেনের বাড়ি, বন্দরখোলা ইউনিয়নের চেয়ারম্যান সাদ্দাম খানের বাড়ি, বাবুল শিকদারের বাড়িসহ আরও অনেকের বাড়িতে নির্বাচনী গণসংযোগ চালান। এসময় তিনি ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন।

+ There are no comments

Add yours