প্রধানমন্ত্রীর কাছে সকল ধর্মের মানুষ সমান : শাজাহান খান

0 min read

মাদারীপুরে শ্রী শ্রী কালিমাতা মন্দিরের ৪৬ শতাংশ দেবোত্তর সম্পত্তি বেদখলের অভিযোগ উঠেছে। অবৈধ এসব দখলদারদের উচ্ছেদের দাবি জানিয়ে সমাবেশ করেছেন জেলার সনাতন ধর্মাবলম্বীরা।

সম্প্রতি শহরের শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরে এক মহা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ব্যানার ফেস্টুন হাতে জেলার প্রায় পাঁচ শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়।

শ্রী শ্রী কালিমাতা মন্দির পরিচালন পর্ষদের আয়োজনে ও শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দিরের সভাপতি বাবুল চন্দ্র দাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান (এম.পি)।

শাজাহান খান বলেন, দেবোত্তর সম্পত্তি কেউ দখল নিতে পারে না। মন্দিরের জায়গা দখল নেওয়া অন্যায় এবং অবৈধ। এ অন্যায় আমাদের প্রধানমন্ত্রী প্রশ্রয় দেন না।

তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানদের মধ্যে ভেদাভেদ পছন্দ করেন না। তার কাছে সবাই সমান। তাই আমাদের সবাইকে এই মন্দিরের জায়গা উদ্ধারে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সবাইকে আন্দোলন নামতে হবে।

এ ছাড়াও মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নুরুল আলম বাবু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আবুল বাসার, সদর উপজেলা চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

+ There are no comments

Add yours