বিএনপির আন্দোলন: অসন্তোষ তৃণমূলে, সাড়া নেই জনগণেরও

1 min read

নিউজ ডেস্ক : আন্দোলনে আগ্রহ নেই বিএনপির তৃণমূল নেতাকর্মীদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আন্দোলন শুরু করতে মরিয়া দলটি। কিন্তু সেই আন্দোলনও জনগণের কোনো সাড়াই পাচ্ছে না তারা। আগে যেমন এসব আন্দোলনে বিএনপির কর্মীরা উৎসাহ-উদ্দীপনা পেতো, শীর্ষ নেতৃত্বের হটকারী সীদ্ধান্তের কারণে এখন সেই উৎসাহ-উদ্দীপনাও হারিয়ে ফেলেছে তৃণমূলের কর্মীরা।

তৃণমূলের একাধিক বিএনপি নেতা বাংলা নিউজ ব্যাংকের কাছে আক্ষেপ করে বলেন, এই ধরনের আধা আন্দোলন, আধা সমঝোতা দলের জন্য, রাজনীতির জন্য ভয়াবহ। ফলে একদিকে যেমন কর্মীদের ওপর অত্যাচার-নিপীড়ন বাড়ে, অন্যদিকে সরকারের উপরও কোনো চাপ তৈরি হয় না।

জানা যায়, খালেদা জিয়ার ইস্যু নিয়েও বিএনপি আন্দোলন করতে চেয়েছিল। সিনিয়র নেতারা মুখে আন্দোলন আন্দোলন বলে ফেনা তুললেও বাস্তবে কিছুই করতে পারছেন না তারা। ম্যাডাম এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ফলে আন্দোলনের মাধ্যমে কর্মীদের চাঙ্গা করার যে উদ্যোগ বিএনপি গ্রহণ করেছিল তা এখন হতাশায় রূপ নিয়েছে। বিএনপি নেতাকর্মীরাই এখন হতাশ। আন্দোলনে কোনো ভবিষ্যৎ দেখছেন না তারা।

বিএনপি নেতারা প্রকাশ্যেই বলছেন, দলের অভ্যন্তরীণ কোন্দল, বহিষ্কারের অপরাজনীতি দলের সাংগঠনিক অবস্থাকে আরও দুর্বল এবং ক্ষতবিক্ষত করেছে।

দলের নেতারা মনে করেন, এভাবে সংগঠন চলতে থাকলে এই সংগঠন দিয়ে আর যাই হোক সরকারবিরোধী আন্দোলন করা যাবে না।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে একত্রিত করে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি করতে চেয়েছিল। কিন্তু অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে যে, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কেউই আন্দোলন করতে আগ্রহী নয়। উল্টো জামায়াতের সংশ্লিষ্টতাসহ নানা বিষয়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো এখন বিএনপির সঙ্গে সম্পর্ক করতে অস্বস্তিবোধ করছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours