ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানীর চাপ কমে আসবে : চিফ হুইপ

1 min read

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ট্রেন সার্ভিসের মাধ্যমে রাজধানী ঢাকার চাপ অনেকটা কমে আসবে। আমাদের এলাকার অসংখ্য মানুষ ঢাকায় বসবাস করেন। তাই শিবচর থেকে ট্রেনে ঢাকায় অফিস করার সুযোগ হলে অনেকেই এখানে ফিরে আসবেন।

শনিবার (৪ মে) দুপুরে পদ্মাসেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন কমিউটার ট্রেন উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সারাদেশে যদি রেল পথের ব্যবস্থা হয় তাহলে ইনশাআল্লাহ ঢাকা শহরের অনেক সমস্যা সমাধান হবে। পৃথিবীর উন্নত সব দেশেই রেল সার্ভিসের মাধ্যমেই মানুষ এ সুযোগ পেয়ে থাকেন। ভারত, মালয়শিয়াসহ অনেক দেশেই মানুষ রেলে আসা-যাওয়া করে অফিস করেন। ইনশাআল্লাহ আমাদেরও সেই স্বপ্ন পূরণ হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিদিন সকাল সোয়া ৭ টায় ভাঙ্গা স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে শিবচর স্টেশন, পদ্মাস্টেশন, মাওয়া স্টেশন হয়ে রাজধানীতে পৌঁছাবে। সন্ধ্যায় আবার ঢাকা থেকে ছেড়ে আসবে ট্রেনটি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours