বিএনপির পদযাত্রায় দলের কর্মীরাও নেই: তথ্যমন্ত্রী

1 min read

দম ফুরিয়ে যাওয়ায় বিএনপি হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘তারা (বিএনপি) তো আগে মিছিল করত। এখন মিছিলের পরিবর্তে হাঁটা শুরু করেছে। দম ফুরিয়ে গেছে সম্ভবত।’

সম্প্রতি চট্টগ্রামে আরবান ট্রান্সপোর্টেশন মহাপরিকল্পনা প্রণয়ন এবং মেট্রোরেলের প্রাক-সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরুর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, ‘বিএনপি যে পদযাত্রা শুরু করেছে, কারও কাছ থেকে নকল করছে সম্ভবত। আপনারা চোখ মেলে দেখুন, কারও কাছ থেকে নকল করছে কি না। তবে পদযাত্রা করুক আর যে যাত্রাই করুক, তাদের এই যাত্রায় তাদের কর্মীরাও নাই। জনগণ তো দূরের কথা, সাধারণ কর্মীরাও এই যাত্রায় শামিল হননি।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে মানুষের ওপর পেট্রলবোমা নিক্ষেপ করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, মানুষের মানবাধিকার লঙ্ঘন করেছে। আবার জনগণের কাছে যদি যেতে হয়, তাহলে সেগুলোর জন্য মানুষের কাছে ক্ষমা চাইতে হবে।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, এ দেশে বিএনপি দাবি তুলছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। কিন্তু এ দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। সব গণতান্ত্রিক দেশে, সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন হয়, ভারতে যেভাবে হয়, যুক্তরাষ্ট্রে যেভাবে হয়, যুক্তরাজ্যে যেভাবে হয়, জাপান-অস্ট্রেলিয়ায় যেভাবে হয়, অর্থাৎ সংসদীয় গণতন্ত্রের সব দেশে যে সরকার ক্ষমতায় থাকে, তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করে। এই দেশেও তা-ই হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারই নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে এবং নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে।

আরেক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো গণতান্ত্রিক দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, মানুষের সমর্থনের ওপর বিশ্বাস করে, তারা যদি নির্বাচন বর্জন করে, তাহলে মানুষের কাছ থেকে দূরে সরে যায়। বিএনপি সেটি সঠিকভাবে অনুধাবন করতে পারছে কি না জানি না। যদি তারা নির্বাচন বর্জন করে, তারা যে মানুষ থেকে দূরে সরে গেছে, আরও যোজন যোজন দূরে সরে যাবে।’

নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণের প্রত্যাশা জানিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি আশা করি, তারা (বিএনপি) নির্বাচনে অংশ নেবে। আমরা চাই বিএনপিসহ সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ আগামী দিনের সরকার পছন্দ করুক, সেটি আমরা চাই।’

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours