বান্দরবানে যৌথবাহিনীর অভিযানে কেএনএফ সন্ত্রাসী নিহত

1 min read

বান্দরবানের দুর্গম রুমা উপজেলার দার্জিলিংপাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযান চলাকালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সদস্য গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর পাঁচটি বি-টাইপ টহল দলের সমন্বয়ে মঙ্গলবার অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনী প্রথমে দার্জিলিংপাড়া এলাকা ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে।

তল্লাশি অভিযানের এক পর্যায়ে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে কেএনএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিবিনিময় শুরু হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই কেএনএফের এক সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়।

পরে তল্লাশি চালিয়ে কেএনএ সন্ত্রাসীদের ব্যবহার করা বাঙ্কার, পর্যবেক্ষণ চৌকি ছাড়াও তিনটি একে-২২ রাইফেল, একটি শটগান, ৭১ রাউন্ড গুলি, ১৫৭ রাউন্ড শটগানের গুলি, বিপুল পরিমাণ বিস্ফোরক সরঞ্জাম, একটি ড্রোন, তিনটি জুম্মল্যান্ডের পতাকাসহ মোবাইল ফোন ও ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours