সেব্রিনা ফ্লোরার নামে ফেসবুকে ভুয়া আইডি দিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার

1 min read

নিউজ ডেস্ক: রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। এ ছাড়া তার নামের কাছাকাছি নাম দিয়ে আরও বেশ কয়েকটি ফেসবুক আইডি খোলা হয়েছে। তার ছবি ব্যবহার করে এসব আইডিতে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।

রোববার (৩১ মে) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘সম্প্রতি DR. Sabrina flora নামক ফেসবুকে একটি ভুয়া আইডিসহ কাছাকাছি নামে বেশ কয়েকটি আইডি খোলা হয়েছে। যেখানে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরার ছবি দিয়ে বিভিন্ন ধরনের অবৈজ্ঞানিক ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আইইডিসিআর তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালানোর নিমিত্তে দেওয়া এসব পোস্টে জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সনির্বন্ধ অনুরোধ জানানো হচ্ছে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ফেসবুকের মাধ্যমে কখনো এ ধরনের প্রচার-প্রচারণা চালান না। এর মাধ্যমে কেউ প্রতারিত হলে তার দায়-দায়িত্ব আইইডিসিআর বা অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বহন করবেন না। আইইডিসিআর ইতোমধ্যে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে এবং সবাইকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ করছে।’

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours