নাটোরে যুবলীগ নেতা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

1 min read

নিউজ ডেস্ক: নাটোরের লালপুরের যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন খান্নাস হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ এবং একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- লালপুর উপজেলার বাসিন্দা শামিম হোসেন, আবদুল মতিন, সুজন ও আবদুস শুকুর ওরফে বাবু। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত একজন হলেন সান্টু। এ সময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান সিদ্দীক এ রায় দেন। নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০০১ সালের ৯ ডিসেম্বর আধিপত্য বিস্তার নিয়ে লালপুরের কদমতলা ইউনিয়নের যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন খান্নাসকে কুপিয়ে হত্য করে দুর্বৃত্তরা। এর পরদিন লালপুর থানায় তার ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

+ There are no comments

Add yours