ডাকসুর মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার থেকে শুরু

1 min read

নিউজ ডেস্ক: আর্থিক ফি ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে। প্রাধ্যক্ষের অফিস থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ অব্যাহত থাকবে।

ডাকসুর রিটার্নিং অফিসার মাহফুজুর রহমান বলেন, ‘ডাকসুর তফসিল অনুযায়ী, মঙ্গলবার থেকে প্রত্যকটি হলে মনোনয়নপত্র বিতরণ করা হবে। এটির জন্য কোনও প্রকার ফি দেওয়া লাগবে না।’

নির্বাচনের আচরণবিধি অনুসারে মনোনয়নপত্র গ্রহণের সময় একজন প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি সমর্থক থাকতে পারবেন না।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours