ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ প্রদান অব্যাহত থাকবে: ত্রাণ প্রতিমন্ত্রী

0 min read

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রীসহ অন্যান্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার বাংলাদেশে কেউ দুর্যোগের কারনে না খেয়ে থাকবে না।

বুধবার (২৭ মার্চ) করাইল বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করতে গিয়ে ক্ষতিগ্রস্তদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

উল্লেখ্য, গত ২৫ মার্চ রাজধানীর গুলশানের করাইল বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটার পর তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় টিন, শুকনো খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হয়। প্রতিদিন সেখানে ইফতারিসহ খাদ্যদ্রব্য বিতরণ করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন ।

+ There are no comments

Add yours