খোলামেলা পোশাক ও চরিত্র নিয়ে কথা বললেন পূজা

1 min read

সিনেমার পর্দায় নেই বহুদিন, তবে সামাজিক মাধ্যমে খোলামেলা পোশাকে ছবি পোস্ট করে নিয়মিতই আলোচনায় থাকেন কলকাতার অভিনেত্রী পূজা ব্যানার্জি। সেসব ছবির মন্তব্যের ঘরে কটূক্তি, ভৎসনায় ভরপুর। যদিও এসব সমালোচনা-কটূক্তিতে একদমই কান দেন না এই অভিনেত্রী।

উল্টো তিনি বলছেন, তাকে বিকিনিতে দেখেই বড় হচ্ছে তার ছেলে। এর যুক্তিতে বলেছেন, অন্য মেয়েরা এমন পোশাক পরলে তার ছেলে কুনজরে দেখবে না। পাশাপাশি ‘শরীর ঢেকে রাখা ভালো চরিত্রের লক্ষণ, এ ধারণাও ভুল’ বলে মন্তব্য করেছেন পূজা। সূত্র: সংবাদ প্রতিদিন

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, ‘আমাদের আগামী যে প্রজন্ম আসছে, আমার মনে হয় তারা খুব খোলামনের হবে। আমি খুবই আশাবাদী। আমাদের আগের প্রজন্ম ও আমাদের প্রজন্মের মা বলতেই শাড়ি পরা নারীর ধারণা রয়েছে। তাই মেয়েদের শর্ট স্কার্টে দেখলে হয়তো কুনজরে দেখেন অনেকে। আমি যেভাবে আমার ছেলেকে বড় করছি তাতে ও নিজের মাকে দেখছে বিকিনিতে। তাই অন্য মেয়েরা বিকিনি পরলে কখনই কুনজরে দেখবে না। আমার মনে হয় এগুলোকে স্বাভাবিকভাবে দেখা উচিত। আমার ছেলেকে নারীদের সম্মান করাটা সচেতনভাবে শেখাচ্ছি। ও যাতে নিজের মা ও অন্য মেয়েদের মধ্যে কোনো তুলনা না টানে, সেই শিক্ষা দিচ্ছি।’ সূত্র: আনন্দবাজার

তিনি আরো বলেন, ‘শরীর ঢেকে রাখাই ভালো চরিত্রের লক্ষণ এটা ভুল ধারণা। অভিনয় শিল্পীদের চরিত্রের প্রয়োজনে অনেক ধরনের পোশাক পরতে হয়। আমি যেমন ব্যক্তিগত জীবনে একেবারেই সাজগোজ করি না। আর আমার সামাজিক মাধ্যমে যারা উল্টাপাল্টা লেখেন, আমি তাদের ‘ব্লক’ করি না। কারণ তারা যত খুশি লিখুন, আমি তো বদলাব না নিজেকে!

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours