বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না: কামরুল

0 min read

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর পদত্যাগ করার প্রশ্নই আসে না। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার সুযোগ নেই।

বিএনপির সমাবেশের বিপরীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ পাশের সড়কে সম্প্রতি আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসব কথা বলেন তিনি।

কামরুল ইসলাম বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে নির্বাচনের কোনো সুযোগ নেই। নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।

তিনি বলেন, স্বাধীনতা বিরোধীদের দেশ থেকে বিতাড়িত করা ছাড়া শান্তি আসবে না।

সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম প্রমুখ।

সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান। সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours