অদৃশ্য হয়ে গেছে বিএনপির উৎসাহ-উদ্দীপনা

1 min read

বর্তমান সরকারের পতন ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দীর্ঘদিন ধরে চলা বিএনপির আন্দোলনে ভাটা পড়েছে। হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে দলটির নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা। এ অবস্থায় অভিভাবকহীন বিএনপির রাজনীতির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন আন্দোলন-কর্মসূচি পালন করেও কোনো ইতিবাচক ফলাফল না পাওয়ায় তারা আগ্রহ হারিয়ে ফেলেছেন। বিএনপির হাইকমান্ড ও সিনিয়র নেতাদের কোনো আশার বাণীই কর্মীদের আন্দোলনে ফেরাতে পারছে না।

এদিকে, গোপন সূত্রে জানা গেছে, বিএনপির আন্দোলনে হঠাৎ ভাটা পড়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। সেগুলো হলো- তারেক রহমানের দীর্ঘদিনের রাজত্বে হঠাৎ খালেদা জিয়ার সক্রিয় হওয়া, কূটনৈতিকদের অনিহা, নেতৃত্বের কোন্দল।

রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের বারবার ভুল সিদ্ধান্ত নেয়ার কারণেই তাদের আন্দোলনে ভাটা পড়েছে। রাজনীতির নামে তারা বারবার নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়েছে। এতে জনগণের পাশাপাশি বিএনপির অনেক নেতাকর্মীও ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ কারণে তারা আন্দোলনে সক্রিয় হচ্ছেন না।

তারা আরো বলেন, সিনিয়র নেতাদের মধ্যে কোন্দলের কারণে বিএনপিতে নেতৃত্ব সংকট দেখা দিয়েছে। সেই সুযোগ নিয়ে তারেক রহমান ব্যক্তিগত ফায়দা হাসিল করছিলেন। তখন অনেক নেতা তারেকের পক্ষে চলে গেছেন। এমন পরিস্থিতিতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হঠাৎ সক্রিয় হয়ে উঠায় বিপাকে পড়েন তারেক। ফলে বর্তমানে বিএনপি অনেকটা অভিভাবকহীন হয়ে পড়েছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours