গণতন্ত্র মঞ্চ সঠিক প্ল্যাটফর্ম ছিল না: রেজা কিবরিয়া

1 min read

সাত দলের জোট গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে এসেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। বেরিয়ে যাওয়ার কারণ নিয়ে তিনি বলেছেন, গণতন্ত্র মঞ্চ তাদের জন্য সঠিক প্ল্যাটফর্ম ছিল না। গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে এলেও মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যাবেন তারা।

সোমবার (৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে রেজা কিবরিয়া এসব কথা বলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় রেজা কিবরিয়া বলেন, ‘আপনারা খেয়াল করেছেন, আমরা একটা মঞ্চ থেকে সরে এসেছি। আমাদের মনে হয়েছে, গণঅধিকার পরিষদের জন্য সেটা ঠিক প্ল্যাটফর্ম ছিল না। দেশের মানুষের অধিকারের জন্য আমাদের যে যুদ্ধ, সেটা আমরা চালিয়ে যাবো। এই সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ অব্যাহত থাকবে, এটা আপনারা নিশ্চিত থাকেন।’

কিবরিয়া বলেন, ‘দেশে আইনের শাসন নেই, তা ফেরত আনতে হবে। গণ অধিকার পরিষদ দেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেই যাচ্ছে। এই ব্যাপারে আমরা অনড়।’

তিনি আরও বলেন, ‘প্রবাসীরা দেশের সবচেয়ে বড় সম্পদ। আমাদের তেল নাই, গ্যাস নাই, কোনও সোনা নাই। কিন্তু আমাদের সোনার মানুষ আছে। তারা বিদেশে থেকে দেশের জন্য যা করছে, তা ভুলতে পারি না।’

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, ‘আমরা একটা জোটে ছিলাম। সেই জোট থেকে বেরিয়ে এসেছি। কেন বের হয়েছি, কোন প্রেক্ষাপটে বের হয়েছি, সেটা আমরা বলেছি। একটা কথা স্পষ্ট করেছি যে আমরা জোটে না থাকলেও বর্তমান ফ্যাসিবাদ পতনে, বাংলাদেশকে রক্ষায় বিরোধী দলগুলোর যে যুগপৎ আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমাদের সর্বাত্মক শক্তি ও সহযোগিতা নিয়ে রাজপথে থাকবো।’

বর্তমান সরকার দেশকে সংকটে ফেলেছে উল্লেখ করে নুরু বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে চরম সংকট তৈরি হয়েছে। বিরোধী দলগুলো বলছে, আলাপ-আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে, তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। আমরা সবাই সহযোগিতা করবো।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম অভিযোগ করে বলেন, ‘প্রবাসীদের প্রতি বর্তমান সরকারের কোনও দায়বদ্ধতা নেই। তাই তারা দাবিগুলোর প্রতি মনোযোগ দিচ্ছে না। আমরা এই সরকারের কাছে ভিক্ষা চাই না। আমাদের এই মুহূর্তের আন্দোলন, এই সরকারের পরিবর্তন।’

প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরা হয় অনুষ্ঠানে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours