শামা ওবায়েদ: রাতে হুইল চেয়ারে, সকালে কার্যালয়ে

0 min read

নিউজ ডেস্ক: রাজধানীর বনানীতে শনিবার (১৭ সেপ্টেম্বর) ১ ঘণ্টার মোমবাতি প্রজ্বলন কর্মসূচি দিয়েছিলো বিএনপি। ওই এক ঘণ্টার কর্মসূচী মাত্র ১৫ মিনিটে শেষ হওয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে বিএনপি। আর এ সমালোচনা এড়াতে বিএনপি তৈরি করে একটি রম্য নাটক। রাতেই বিএনপির পক্ষ থেকে বলা হয়, আওয়ামী লীগের হামলার কারণেই নাকি তারা ১ ঘণ্টার কর্মসূচী ১৫ মিনিটে শেষ করেন।

নাটকের পূর্ণাঙ্গ রূপ দিতে বিএনপি নেত্রী শামা ওবায়েদ হাসপাতালেও ভর্তি হন। এ নিয়ে তিনি শামা ওবায়েদ তার টুইটার হেন্ডেলে নিজের অসুস্থতার একাধিক ছবি দিয়ে লিখেন আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি নাকি হাসপাতালে ভর্তি আছেন।

অথচ রাত শেষে সকালে ১৮ই সেপ্টেম্বর তাকে সুস্থ অবস্থায় দেখা যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে। সেখানে তিনি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওক ‘র সঙ্গে সাক্ষাতে ছিলেন।

স্বাভাবিকভাবেই প্রশ্ন যাগে এটা কিভাবে সম্ভব? রাতে হাসপাতালে, সকালে সম্পূর্ণ সুস্থ অবস্থায় বিএনপির কার্যালয়ে।
মূলত এটাই বিএনপির ম্যাজিক ফর্মুলা। ১ ঘণ্টার কর্মসূচী কর্মীর অভাবে ১৫ মিনিটে শেষ করে দোষ চাপায় আওয়ামী লীগের ওপর। তাদের ওপর হামলা হয়েছে, যার প্রমাণ শামা হাসপাতালে ভর্তি। তবে সকালেই সম্পূর্ণ সুস্থ হয়ে জাপানী রাষ্ট্রদূতের কোলে।

যা ফের প্রমাণ করলো, বিএনপি মানে বিনোদন। বিএনপি মানেই নাটক।

+ There are no comments

Add yours