দর কষাকষির কৌশল করছে বিএনপি: মায়া চৌধুরী

0 min read

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আওয়ামী লীগ যা বলে, বিএনপি সব সময়ই তার উল্টো বলে। এটা তাদের ধর্ম, এটা তাদের রাজনীতি।

তিনি বলেন, এর আগেও তারা কয়েকবার বলেছে নির্বাচনে আসবে না। পরে দেখা গেছে তারা সবার আগে নির্বাচনে এসেছে। এবারো তারা বলছেন নির্বাচনে আসবেন না। সার্চ কমিটিতে নাম দেবেন না। কে নাম দিল বা দিল না, তার জন্য নির্বাচন বসে থাকবে না। নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে ইনশাআল্লাহ।

চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুরের নিজ বাসায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মায়া এসব কথা বলেন।

সাবেক মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে সবচেয়ে বেশি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের প্রতিনিধি সেখানে অংশগ্রহণ করেছে। আমার বিশ্বাস, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং তারা নির্বাচনে আসবে। যতই টালবাহানা করুক না কেন, এটি হচ্ছে তাদের দর কষাকষি বা দাম বাড়ানোর কৌশল।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours