মাটিচাপা পড়ার দুই ঘণ্টা পর শ্রমিককে জীবিত উদ্ধার

0 min read

সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্কে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) গ্যাস সংযোগ পাইপ স্থাপনের সময় সোহাগ হোসেন (৩০) নামের এক শ্রমিকের মাটিচাপা পড়ার ঘটনা ঘটে। এ ঘটনার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে জীবিত উদ্ধার করেছে।

সোমবার (৬ মে) বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ হোসেন ভোলা জেলার চরফ্যাশনের শশীভূষণ গ্রামের আব্দুস সালামের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ৯৯৯ এ কল পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পাইপে আটকা পড়া শ্রমিকের সঙ্গে যোগাযোগ করে অক্সিজেন সরবরাহ করি। এরপর এস্কেভেটর দিয়ে মাটি সরিয়ে তাকে জীবিত উদ্ধার করা হয়।

পিজিসিএল ও স্থানীয় সূত্র জানায়, বিসিক শিল্প পার্কের গ্যাস সংযোগ পাইপ স্থাপনের কাজ করছিলেন এক ঠিকাদার প্রতিষ্ঠানের শ্রমিকরা। হঠাৎ পাইপ স্থাপনের সময় এক শ্রমিকের ওপর মাটি ধসে পড়ে। এতে মাটিতে চাপা পড়েন তিনি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে জীবিত উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদুল ইসলাম বলেন, মাটিচাপা পড়া ওই শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি এখন অনেকটা সুস্থ।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours