বাজেটে বাড়ি ভাড়া ব্যাংকে জমা দেয়ার প্রস্তাবে বিব্রত বিএনপি

1 min read

নিউজ ডেস্ক : ২০২১-২২ সালের প্রস্তাবিত বাজেটে যেকোনো পরিমাণ বাড়ি ভাড়া ব্যাংকের পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পরিশোধের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কালাম।

বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত দেশের ৫০তম বাজেটে তিনি এ প্রস্তাব করেন।

অর্থমন্ত্রী বলেন, যেকোনো পরিমাণের বাড়ি ভাড়া, ১৫ হাজারের বেশি বেতন-ভাতা এবং অন্য যেকোনো ধরনের ব্যয়ের পরিমাণ ৫০ হাজারের বেশি হলে সে অর্থ ব্যাংক ট্রান্সফারের পাশাপাশি মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস বা এমএফএসের মাধ্যমে পরিশোধের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।

তবে উক্ত সিদ্ধান্তে বিব্রতকর অবস্থায় পড়ছে বিএনপি। খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির স্থায়ী কমিটিতে থাকা প্রায় প্রতিটি নেতারই ঢাকা কিংবা চট্টগ্রামে একাধিক বাড়ি রয়েছে। উক্ত বাড়ি ভাড়া হাতে হাতে আসার কারণে এ যাবত বাড়ি ভাড়া বাবদ উচ্চ হারে কর ফাঁকি দিয়ে আসছিলো তারা। তবে ব্যাংকে বাড়ি ভাড়া জমা দেবার প্রস্তাব পাশ হবার পর থেকে সকল ভাড়ার ওপর কর ফাঁকি দেবার আর কোনো অবকাশ রইলো না। ফলে সরকারের এমন পদক্ষেপকে সাধুবাদ জানাতে হলেও বিব্রত অবস্থায় পড়েছে তারা।

বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, প্রতিটি বিষয়ে সমালোচনা করা যায় না। বাজেটে বাড়ি ভাড়া ব্যাংকে জমা দেয়ার প্রস্তাব, অযৌক্তিক কিছু নয়। এর মাধ্যমে নতুন করে সরকারি কোষাগারে প্রচুর পরিমাণে কর জমা পড়বে বলে বিবেচনা করছি। যদিও আমাদের অনেক নেতার ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি শহরে এক বা একাধিক বাড়ি রয়েছে, তবে এতদিন তা করের আওতায় ছিলো না। ব্যাংকে বাড়ি ভাড়া জমা দিলে অন্য সকল বাড়িওয়ালার মতো বিএনপি নেতারাও বাধ্য হয়ে কর দিবে। বিষয়টিকে নেতিবাচক দেখার কোনো কারণ নেই।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours