শুধুমাত্র তিন খাতে বিদেশি কর্মী নেবে মালয়েশিয়া

1 min read

মালয়েশিয়া সরকার তিন সেক্টরে বিদেশি কর্মীদের নিয়োগ দেবে বলে জানিয়েছে দেশটির উপ-মানবসম্পদ মন্ত্রী আভাং হাশিম ।

মন্ত্রী জানান, সরকার সিদ্ধান্ত নিয়েছে বিদেশি শ্রমিকদের ওপর নির্ভরতা হ্রাস করতে। এখন থেকে নির্মাণ, বৃক্ষরোপণ ও কৃষি খাতে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়া হবে। বর্তমানে এ তিনটি সেক্টর বাদে যেসব সেক্টরে বিদেশি কর্মী কাজ করছে তাদের পরিবর্তে স্থানীয়দের নিয়োগ দেওয়া হবে।

বিদেশি শ্রমিকের সংখ্যা হ্রাস করতে সরকারের গৃহীত উদ্যোগগুলো সম্পর্কে বুধবার লুবোক আন্টুর সংসদ সদস্য (এমপি) জুগাহ মুয়াংয়ের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে সরকার এর আগে এই পদক্ষেপের কথা জানিয়েছিল। বর্তমানে মানবসম্পদ মন্ত্রণালয়ে নিবন্ধিত দুই মিলিয়নেরও বেশি বিদেশি কর্মচারী রয়েছেন।”

বিদেশি শ্রমিক নিয়োগ বন্ধ রয়েছে, সরকার পরের বছর নির্মাণ, কৃষি ও বৃক্ষরোপণ খাতকে বিদেশি শ্রমিক নিয়োগের অনুমতি দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান উপ-মানবসম্পদমন্ত্রী।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours