তরুণ প্রজন্মকে রাজনীতি সচেতন হতে হবে : শিক্ষামন্ত্রী

1 min read

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, রাজনীতির নামে অপরাজনীতি করা যাবে না। সমাজের অন্যায়, অসংগতির বিরুদ্ধে যুবকদেরই দাবি তুলতে হবে। আমাদের তরুণ প্রজন্মরা এ দেশের ভবিষ্যত। দেশের জনসংখ্যার বেশির ভাগই হলো তরুণ। এই তরুণ প্রজন্মকে অবশ্যই রাজনীতি সচেতন হতে হবে।

শনিবার (২৭ এপ্রিল) কুমিল্লার টাউন হল মিলনায়তনে পথিকৃত সমাজকল্যাণ সংস্থার আয়োজনে দুদিন ব্যাপী যুব-তরুণ উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম অস্প্রদায়িক ও দারিদ্রমুক্ত বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে যাচ্ছি। আজ বর্তমান বাংলাদেশে দারিদ্রতা ও বৈষম্য নেই। আমরা সব জাতির মানুষ মিলে মিশে বাস করছি।’

মন্ত্রী বলেন, সমাজের অন্যায়, অসংগতির বিরুদ্ধে যুবকদেরই দাবি তুলতে হবে। কারণ সমাজ পরিবর্তনের হাতিয়ার হচ্ছে রাজনীতি। তাই সকলকে রাজনীতি সচেতন হতে হবে।

পথিকৃত সমাজকল্যাণ সংস্থার সভাপতি ডা. আতাউর রহমান জসিমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বিআরডিবির মহাপরিচালক মওদুদুর রশিদ সফদার, সংস্থার সাধারণ সম্পাদক এড. শহীদুল হক স্বপন ও অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ। এ সময় ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন ভূইয়া উপস্থিত ছিলেন। উদ্যোক্তা সম্মিলনে ৫শ’ জন উদ্যোক্তা অংশ নেন।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours