তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা

0 min read

নিউজ ডেস্ক: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত সূচি অনুযায়ী আগামী ২৪ মার্চ (রোববার) সাত বিভাগের ২৫ জেলার ১২৭ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার বিকেলে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানান।

ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ ফেব্রুয়ারি। দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই হবে ২৮ ফেব্রুয়ারি এবং সবশেষে আগামী ২৪ মার্চ ১২৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট ১০ মার্চ অনুষ্ঠিত হবে। মনোনয়ন দাখিল ১১ ফেব্রুয়ারি, যাচাইবাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours