৪০০ বছরের পুরনো বনসাই চুরি

1 min read

নিউজ ডেস্ক: জাপানের বনসাইপ্রেমী এক দম্পতির বাগান থেকে ৪০০ বছরের পুরনো সাতটি বনসাই গাছ চুরি হয়ে গেছে। চোরের উদ্দেশে ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে ওই দম্পতি বনসাই গাছকে তাদের সন্তান হিসেবে উল্লেখ করে সেগুলোর লালন-পালনের অনুরোধ করেছেন।

সেইজি ইমুরা এবং ফুয়ুমি দম্পতি বলেছেন, টোকিওর সাইতামা এলাকায় তাদের বাগান থেকে অত্যন্ত মূল্যবান এসব বনসাই চুরি হয়েছে।

ফেসবুকে ইমুরা লিখেছেন, আমাদের এখন কেমন লাগছে সেটি বর্ণনা করার কোনো ভাষা নেই। বনসাইগুলো আমাদের কাছে মূল্যবান ছিল। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, জাপানি মুদ্রায় এসব বনসাইয়ের মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ ইয়েন (বাংলাদেশি প্রায় ৯৯ লাখ ৩৬ হাজার ৩৬৭ টাকা)।

মঙ্গলবার জাপানি ওই নারী বিবিসিকে বলেছেন, প্রত্যেকের প্রশংসা অনুযায়ী আমরা বনসাই চাষ অব্যাহত রাখব।

বনসাইপ্রেমী ও বাগানিরা ইমুরা দম্পতির প্রতি সহানুভূতি এবং সংহতি জানিয়েছেন। একজন মন্তব্য করেছেন, এটা ক্ষমার অযোগ্য। এই চোররা জানে না যে, একটা বনসাই চুরির অর্থ কী, সেখানে সাতটি চুরি করেছে। নমনীয় সব ভালোবাসা চুরি করে নিয়ে গেছে চোরেরা।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours