ইন্টারনেটে জুয়া খেলার ১২টি ও ১৩০০ পর্নো সাইট বন্ধের নির্দেশ

0 min read

নিউজ ডেস্ক: ইন্টারনেটে জুয়া খেলা হয় এমন ১২টি সাইট ও ১ হাজার ৩১৪টি পর্নো সাইট চিহ্নিত করে সেগুলোও বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) আলাদা দুটি স্ট্যাটাসে এমন তথ্য জানিয়েছেন।

মন্ত্রী লিখেছেন, ‘‘আমাদের টিম আরও ১ হাজার ৩১৪টা পর্নো সাইটের সন্ধান পেয়েছে। আমরা এগুলো বন্ধ করার কাজে হাত দিয়েছি। আশা করি সহসাই এখানে সফলতা আসবে।

আমরা যেমনি ডিজিটাল হচ্ছি, তেমনি ডিজিটাল নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। শিশুসহ দেশের সব নাগরিককে ডিজিটাল বিশ্বে নিরাপত্তা বিধান করা আমাদের প্রত্যয়।’’

তিনি আরও লিখেছেন, ‘‘বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব বন্ধ করা হবে। এছাড়া ইন্টারনেটে জুয়াও খেলার ১২টি সাইট পেয়েছি। সেগুলো বন্ধ করছি। ডিজিটাল বাংলাদেশ হোক নিরাপদ।’’

প্রসঙ্গত, গত বুধবার (৬ ফেব্রুয়ারি) ২৪৪টি পর্নো ওয়েবসাইট বন্ধের নির্দেশ দেয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। বিটিআরসি দেশের সবক’টি আইআইজিকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) পাঠিয়ে অবিলম্বে এই নির্দেশনা করার জন্য বলে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours