ভারতে ভেজাল মদপানে ৪৪ জনের মৃত্যু

0 min read

নিউজ ডেস্ক: ভারতে ভেজাল মদপানে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর প্রদেশে গত তিনদিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে।অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি থাকায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।

জানা যায়, উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুরে ৩৬ জন এবং কুশিনগর জেলায় ৮ জন মারা গেছে । এদিকে পুলিশ বলছে, সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে গিয়ে ভেজাল মদপান করেছে।

সরকারি কর্মকর্তারা বলছেন, কুশিনগর জেলায় ভেজাল মদপানে যে আট জনের মৃত্যু হয়েছে সেই মদ এসেছে বিহার প্রদেশ থেকে। বিহারে মদ উৎপাদন নিষিদ্ধ বলেও জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এ পর্যন্ত ভেজাল মদপানে ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours