সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে মেডেল অব এক্সিলেন্স প্রদান

1 min read

নিউজ ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদকে বাদশাহ আবদুল আজিজ মেডেল অব এক্সিলেন্স প্রদান করেছে সৌদি সরকার। সোমবার সৌদি সরকারের পক্ষ থেকে এ সম্মাননা তুলে দেয়া হয়। রয়েল সৌদি সশস্ত্র বাহিনীর চীফ অব জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ বিন হামেদ আল-রোয়ায়লি সেনাপ্রধানকে মেডেল পরিয়ে দেন।

এ সময় সৌদি সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত কর্মকর্তারা ও সেনাবাহিনী প্রধানের সফর সঙ্গীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সৌদি সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সর্ম্পকের স্বীকৃতি স্বরূপ সেনাবাহিনী প্রধানকে এই সম্মাননা দেয়া হয়।

সেনাবাহিনী প্রধানের ৭ দিনের সরকারী সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতামূলক দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে।

উল্লেখ, সেনাবাহিনী প্রধানের সাত দিনের এই সরকারি সফরে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতামূলক দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে আগামী ১৪ ফেব্রুয়ারি সৌদি আরবের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হবে। আইএসপিআর

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours