বিএনপি সংসদ বর্জনের রাজনীতি করলে ভুল করবে: সেতুমন্ত্রী

0 min read

নিউজ ডেস্ক: আরেকটি জাতীয় নির্বাচন পেতে বিএনপিকে দ্বাদশ সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ভুলের রাজনীতি করতে করতে বিএনপি নেতিবাচক রাজনীতির খাদের কিনারায় পৌঁছেছে। সংসদ বর্জনের রাজনীতি আঁকড়ে থাকলে দলটি আবারও ভুল করবে।’

শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডি কার্যালয়ে ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদে থেকেও বিএনপি আন্দোলন করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রীর আমন্ত্রণের পরও একগুঁয়েমি ছেড়ে সংসদে না এলে দলটির জন্য ভালো হবে না।’

ওবায়দুল কাদের বলেন, ‘ভুল করতে করতে নেতিবাচক রাজনীতির ধারায় বিএনপি এখন অনেকটা খাদের কিনারায় এসে পৌঁছে গেছে। খাদের কিনারায় এসে তারা যদি আবারও সেই নেতিবাচক ধারাকে আঁকড়ে ধরে রাখে, তাহলে তারা অন্ধকার, গভীর খাদেই পতিত হবে। এটাই বাস্তবতা।’

এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের জানান, ডাকসু নির্বাচনের ভোটাভুটি সব সময়ে হলে হয়েছে। এবার কেন তার ব্যতিক্রম হবে, সে প্রশ্ন তোলেন তিনি। বিএনপি যে পুনর্নির্বাচনের দাবি জানিয়ে আসছে, তা আবারও নাকচ করেন কাদের।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours