‘তাদের শেষ করে দিন’, ইসরায়েলি গোলার ওপর লিখলেন নিকি হ্যালি

0 min read

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালির একটি ছবি প্রকাশ হয়েছে। এতে দেখা যাচ্ছে, তিনি দখলদার ইসরায়েলের একটি গোলার ওপর লিখেছেন ‘তাদের শেষ করে দিন’।

নিকি হ্যালি লেবানন সীমান্তবর্তী ইসরায়েলের একটি অঞ্চলে যান। সেখানে গিয়ে গোলার ওপর এমন বার্তা লিখেন।

মঙ্গলবার (২৮ মে) ইসরায়েলের সংসদ সদস্য ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছবিটি প্রকাশ করেন।

ছবিটির শিরোনামে ড্যানি লিখেছেন, ‘তাদের শেষ করে দিন।’ আমার বন্ধু ও সাবেক দূত নিকি হ্যালি এমন বার্তা লিখেছেন।” ছবিটিতে দেখা যাচ্ছে, হাঁটু গেড়ে নিকি গোলাপি রঙের মার্কার দিয়ে গোলার ওপর কিছু লিখছেন।

নিকি হ্যালি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে কাজ করেছেন।

এবার তিনি রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচন করতে চেয়েছিলেন। তবে রিপাবলিকানদের দলীয় নির্বাচনে ট্রাম্পের কাছে শোচনীয় পরাজয় হয় তার। যদিও তিনি শুরুর দিকে ট্রাম্পকে সমর্থন জানাননি। তবে গত সপ্তাহে নিকি জানান, এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন তিনি।

গত বছরের ৭ অক্টোবর অবৈধ দখলদার ইসরায়েলের বেশ কয়েকটি বসতিতে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এরপর ওইদিন থেকেই গাজায় বর্বর হামলা চালানো শুরু করে ইসরায়েলি সেনারা।

হামাসের হামলায় ওইদিন ১ হাজার ১৮৯ ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক নিহত হন। অপরদিকে গত ছয় মাস ধরে গাজায় ইসরায়েলের চালানো হামলায় ৩৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: এএফপি

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours