ঢাকায় জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব, শেষ হচ্ছে শনিবার

0 min read

ঢাকা ও ঢাকার বাইরের দেড় শতাধিক রবীন্দ্রসংগীত শিল্পীর অংশগ্রহণে শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের লবিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উদ্বোধনী নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে পর্দা ওঠে উৎসবের।

১৬৩তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা এ উৎসবের আয়োজন করেছে। ‘বাজুক প্রাণে বজ্রভেরী/অকূল প্রাণের সে উৎসবে’ স্লোগানকে ধারণ করে শুরু হওয়া উৎসব চলবে আগামীকাল পর্যন্ত।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দলীয় পরিবেশনায় অংশ নেন সুরের ধারা, রবিরাগ, সংগীত ভবন, বাফা, বৈতালিক, সুরতীর্থ ও বিশ্ববীণার শিল্পীরা। তৃতীয় অধিবেশনের সূচনা হবে সংস্থার রীতি অনুযায়ী দুটি কোরাসের মধ্য দিয়ে।

তৃতীয় ও সমাপনী দিন শনিবার বিকেল ৫টায় সমাপনী আয়োজনে থাকবে সংস্থার শিল্পীদের একক ও দলীয় পরিবেশনা। তিন দিনের এ আয়োজন সবার জন্য উন্মুক্ত।

এবারের এ উৎসবের সঙ্গে মিশে রয়েছে বরেণ্য দুই রবীন্দ্রসংগীত শিল্পীর নাম। উৎসবটি উৎসর্গ করা হয়েছে অকাল প্রয়াত শিল্পী সাদি মহম্মদকে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours