কেএনএফ সন্ত্রাসীদের মদদ দিচ্ছে কে?

1 min read

নিউজ ডেস্ক : কেএনএফকে কারা এবং কাদের মদদে এই সশস্ত্র সংগঠনটি চলে এ নিয়ে এখন চলছে নানারকম আলোচনা। বিশেষ করে পাহাড়ের সম্প্রতি ১৬ ঘণ্টার ব্যবধানে ৩টি ব্যাংক লুটের ঘটনার পর কেএনএফ আলোচনায় এসেছে এবং এই জঙ্গি সংগঠনের তৎপরতা নিয়েও মানুষের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

শান্তি আলোচনা চলাকালীন সময়ে একেবারে হঠাৎ রাতের অন্ধকারে বান্দরবানের রুমা শহরের একটি ব্যাংকে হানা দিয়ে ম্যানেজারকে অপহরণ এবং আনসারদের লুট করে ত্রাসের সৃষ্টি করে তারা। এখানেই কুকি চিন থেমে থাকেনি। পরদিনই তারা থানচি উপজেলার দুটি ব্যাংকে হানা দিয়ে রীতিমত লুণ্ঠন করে।

এর আগে জঙ্গিদের প্রশিক্ষণ এবং অস্ত্র সহায়তা দিয়ে গত বছর আলোচনায় এসেছিল পার্বত্য চট্টগ্রামের এ সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। যার পেছনে অর্থের যোগানদাতা ছিল যুদ্ধাপরাধী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী। এরপর জঙ্গিদের গ্রেপ্তার এবং তাদের আস্তানা ধ্বংস করে আইনশৃঙ্খলা বাহিনী।

আর সাম্প্রতিক ব্যাংক ডাকতি ও হামলার পর এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় সরকার। শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান। একের পর এক সাড়াশি অভিযান চালিয়ে এ পর্যন্ত ৮০ জন কেএনএফ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে অসংখ্য আগ্নেয়াস্ত্র।

একাধিক সূত্র বলছে, এই সন্ত্রাসীদের পেছনে মদদ দিচ্ছে স্বাধীনতাবিরোধী অপশক্তি যারা ‘৭১-এ পরেনি। এখন এই বিচ্ছিন্নতাবদী সন্ত্রাসীদের মাধ্যমে বাংলাদেশের ভূখন্ডে শায়ত্বশাসন প্রতিষ্ঠার দিবাস্বপ্ন দেখছে। বাংলাদেশবিরোধী বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠীর মদদে কেএনএফকে শক্তিশালী করে পার্বত্যাঞ্চলকে অশান্ত করে সরকারের উপর আক্রমণ করাই এ সন্ত্রাসীদের মূল উদ্দেশ্য। যাদের মদদ দিচ্ছে স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত চক্র।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours