মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

1 min read

মেহেরপুরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান এ প্রস্তুতি সভার সভাপতিত্ব করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভির হাসান রুমানের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার এস এম নাজমুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ মহিউদ্দিন আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড মহা. আব্দুস সালাম, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোহাম্মদ হাসিবুর সাত্তার, মেহেরপুর পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড ইব্রাহিম শাহিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী শম্ভু রাম পাল, মুক্তিযোদ্ধা আবুল হালিম, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।

প্রস্তুতি সভায় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, গার্লস গাইড ও কুচকাওয়াজ প্রদর্শন, গার্ড অব অনার, সোনালী স্বপ্নের দেশ গীতিনাট্য প্রদর্শন, স্মরনীকা প্রকাশ, আলোচনা সভা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া মেহেরপুর থেকে মুজিবনগর পর্যন্ত প্রধান প্রধান সড়কে পতাকা দিয়ে সজ্জিত করণ, সড়কে তোরণ নির্মাণ, সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সড়কের চারপাশে আলোকসজ্জার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours