বান্দরবানে দুই ভাল্লুক শাবকসহ যুবক গ্রেফতার

1 min read

বান্দরবানের আলীকদমে বিপন্ন প্রজাতির দুইটি ভাল্লুক শাবক উদ্ধার করেছে পুলিশ। এ সময় বন্যপ্রাণি পাচারের দায়ে মো. আলাউদ্দিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টায় প্রেস কনফারেন্সে বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করেন।

আটক মো. আলাউদ্দিন (২৪) ১নং আলীকদম ইউপির ৩ নম্বর ওয়ার্ড উত্তর পালং পাড়ার শামশুল আলমের ছেলে।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২নং চৈক্ষ্যং ইউপির ২ নম্বর ওয়ার্ডের শিবাতলী পাড়া এলাকার আলীকদম-চকরিয়া সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. আলাউদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহীকে তল্লাশি করলে তার বাইকে বস্তার মধ্যে অচেতন অবস্থায় দুইটি ভাল্লুকের বাচ্চা উদ্ধার করা হয়। এ সময় বন্যপ্রাণি পাচারের দায়ে মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা ভাল্লুক শাবকগুলো চকরিয়া সাফারি পার্কে উন্মুক্ত করার বিষয়ে বনবিভাগের সঙ্গে আলোচনা চলছে। এছাড়া বান্দরবানের বনাঞ্চল থেকে বন্যপ্রাণি পাচাররোধে বান্দরবান পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours