গাজায় আরও ১০৭ ফিলিস্তিনিকে হত্যা

1 min read

গাজায় আরও ১০৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আহত হয়েছেন ১৪২ জন। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর তাণ্ডবে এই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় ইসরায়েলের হামলা সীমা ছাড়িয়ে গেছে। যুদ্ধবিরতি কার্যকরের জন্য তিনি বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেছেন, রাফায় লাখ লাখ ফিলিস্তিনি বিপাকে পড়েছেন। অন্য কোথা যাওয়ারও বিকল্প নেই তাদের।

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ২৭ হাজার ৯৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন, ৬৭ হাজার ৪৫৯ জন।

এর আগে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এক সাংবাদিক এবং তার ছেলে নিহত হয়েছেন। নাফেজ আবদেল জাওয়াদ নামের ওই সাংবাদিক প্যালেস্টাইন টিভিতে কর্মরত ছিলেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহর কাছাকাছি অবস্থিত আস সালামের একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়। সেখানে বোমা হামলার ঘটনায় জাওয়াদ এবং তার একমাত্র ছেলে প্রাণ হারান।

সূত্র: আল-জাজিরা

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours