নির্বাচনে না গিয়ে একঘরে হয়ে পড়েছে বিএনপি

1 min read

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গায়ের জোরে অংশ না নেয়ায় জোট কেন্দ্রিক রাজনীতিতে শরিকদের অবমূল্যায়নের কারণে চাপে পড়েছে বিএনপি। যে শরিকদের নিয়ে বিএনপির দীর্ঘ পথচলা, সেই শরিক দলগুলো নির্বাচনে না নেয়ার ইস্যুতে ২০ দলীয় জোট থেকে বেরিয়ে যাচ্ছে।

এমন প্রেক্ষাপটে ২০ দলীয় জোট ভেঙে, বিএনপিকে বাইরে রেখেই আলাদা একটা জোট তৈরি করার পরিকল্পনা চলছে। যদি এমনটি হয় তবে একঘরে হয়ে যাবে বিএনপি। জোটের একাধিক দায়িত্বশীল সূত্রের বরাতে এমন পরিকল্পনার বিষয়ে জানা গেছে।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ২০ দলকে গুরুত্বহীন করে নিজের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেয়ার কারণে বিএনপি এমন চাপে পড়েছে।

তারা মনে করেন, নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে রাজনীতিতে ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বিএনপি। যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে নির্বাচনে অংশ না নেয়ার কথা, সেই উদ্দেশ্যও পূরণ করতে ব্যর্থ হচ্ছে বিএনপি।

২০ দলীয় জোটের দলগুলো এখনও বুঝতে পারছে না তাদের অবস্থানটা কী হবে। সিনিয়র নেতারা সব নীরব হয়ে গেছেন। এরপর আবার বিএনপির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে না যাওয়া পুরো রাজনীতিকে ওলটপালট করে দিয়েছে। প্রথমত ২০ দলীয় জোট ভেঙে যাবে, থাকবে না। যারা বেরিয়ে যাবে তারা আলাদা একটা ফ্রন্ট তৈরি করবে, বিএনপিকে বাইরে রেখে। সেক্ষেত্রে বিএনপির উচিৎ হবে কোনো না কোনো ভাবে নির্বাচনে অংশ নেয়া।

ভুল রাজনীতির কারণে বিএনপি এখন রাজনৈতিক মাঠে একা হয়ে পড়েছে। ফলে বিএনপি যে একটা বড় দল হিসেবে গ্রহণযোগ্যতা ছিল সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। ২০ দলীয় জোটের শরিকরা বিএনপির উপর ভর করে রাজনীতি করতো এক সময়। কারণ বিএনপিকে হাতে রেখে যা পাওয়া যেত, হালুয়া-রুটি তাতেই তাদের লাভ ছিল। এখন তারা দেখছেন বিএনপি সরকার নিস্তেজ হয়ে গিয়েছে। তাই তাদের সঙ্গে থাকার কোনো মানেই হয় না।

শরিক দলগুলো এখন চেষ্টা করবে আরেক জনকে সামনে রেখে কাউন্টার বিএনপির মতো একটা দল গঠন করতে। কারণ এরা রাজনীতিতে মাইনর দল। অনেকটা পরগাছা টাইপের। বড় কোন দলের সান্নিধ্য না পেলে এই দলগুলো টিকে থাকতে পারবে না। তাই অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে ছোট ছোট এই দলগুলো বড় একটি রাজনৈতিক দলের ছাতার তলে আশ্রয় নেবে, এটাই স্বাভাবিক।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours