‘অর্থনৈতিক অবস্থা ভালো বলেই বিদেশিরা বাংলাদেশ নিয়ে চিন্তা করে’

1 min read

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো হয়েছে। এ কারণেই অন্যান্য দেশ আমাদের নিয়ে এত চিন্তা করে। যদি আমাদের অবস্থা খারাপ থাকতো তাহলে তারা আমাদের নিয়ে মাথা ঘামাতো না। বিদেশিরা যদি সত্যি মানবাধিকারের কথা ভাবতো তাহলে তারা মিয়ানমার-পাকিস্তানে যেত। বাংলাদেশ নিয়ে কথা বলতো না।

সম্প্রতি মাদারীপুরের শিবচরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব ও উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

চিফ হুইপ বলেন, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডসহ অতীতে অসংখ্যবার আওয়ামী লীগের নেতাকর্মীসহ নিরীহ জনগণের ওপর হামলা হয়েছে। হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তখন কেউ মানবাধিকারের কথা বলতে আসেনি। আজ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করা হচ্ছে তখন মানবাধিকারের কথা বলা হচ্ছে।

তিনি আরো বলেন, আমরা বিদেশ থেকে অনেক কিছু আমদানি করি আবার অনেক কিছু রফতানিও করি। আমরা এখন শক্তিশালী জাতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাই আমাদের আজ এই অবস্থানে নিয়ে এসেছেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, শিবচর উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম প্রমুখ।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours