সব দলের ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে, সেটা আশা করে সরকার: আইনমন্ত্রী

1 min read

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যুক্তরাষ্ট্রের ঘোষিত ভিসা নীতির বিধিনিষেধ সব রাজনৈতিক দল বা সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ হবে, সেটি আশা করে বাংলাদেশ সরকার।

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করলে তখন মন্ত্রী সরকারের পক্ষে এ বক্তব্য তুলে ধরেন। আনিসুল হক এ কথা জানান।

আইনমন্ত্রী আরও বলেন, তিনি মার্কিন রাষ্ট্রদূতকে এ কথাও জানিয়েছেন যে কোনো দেশের চাওয়ার বিষয় নয়। বাংলাদেশ সরকারই নির্বাচন অবাধ ও সুষ্ঠু করবে এবং সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

পিটার হাস সম্প্রতি ঢাকার গুলশানে আইনমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়ে তাঁর সঙ্গে দেখা করেন।

তখন তাঁরা বৈঠক করেন প্রায় পৌনে এক ঘণ্টা সময় ধরে।

এ বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তাঁর দেশের ঘোষিত ভিসা নীতি সম্পর্কে আইনমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেন।

তবে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার প্রক্রিয়া নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র তাদের নতুন ভিসা নীতি প্রকাশ করেছে গত ২৪ মে।

এর আগেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তিনি সরকারের একজন মন্ত্রী হিসেবে বিষয়টি সম্পর্কে আগেই জেনেছেন। কিন্তু আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ভিসা নীতি সম্পর্কে তাঁকে আনুষ্ঠানিকভাবে জানান।

 

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours