‘‘চাঁদার ৩ কোটি টাকা’’ ভাগাভাগি নিয়ে তারেকের হাতাহাতি

1 min read

নিউজ ডেস্ক: চাঁদা টাকার ভাগাভাগি নিয়ে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য সভাপতি নাসির আহমদ’র সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাক বিতণ্ডা হয়েছে। বাক-বিতণ্ডার এক পর্যায় বিষয়টি হাতাহাতি ও ভাংচুর পর্যন্ত গড়ায়।

লন্ডন বিএনপি’র একটি সূত্র জানায়, রবিবার রাতে লন্ডনের ওয়েস্টফিল্ড স্ট্র্যাটফোর্ড সিটি শপিং সেন্টারে অবস্থিত অ্যাসপারস ক্যাসিনোতে এ ঘটনা ঘটে।

লন্ডন বিএনপি’র সুত্রে আরো জানা গেছে, ঈদকে সামনে রেখে লন্ডন বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন পরিষদ গঠন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মুসলমানদের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন দাতা, প্রতিষ্ঠান, ব্যবসায়ীদের কাছ থেকে বাংলাদেশী মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা চাঁদা আদায় করে উদযাপন পরিষদ।

রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার পর উদযাপন পরিষদ কর্তৃক চাঁদা কালেকশানের টাকার ভাগাভাগি নিয়ে পরিষদের আহ্বায়ক যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ’র সাথে দলীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সে বাকতিণ্ডায় যোগ দেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালেক। হাতাহাতির এক পর্যায়ে অতিমাত্রায় রাগান্বিত হয়ে তারেক রহমান অ্যাসপারস ক্যাসিনোতে তুমুল ভাংচুর করে।

এ ঘটনায় লন্ডন বিএনপি’র নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ বলেন, তারেক সাহেব জোরপূর্বক আমাদের দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন উছিলায় দলের নেতাকর্মীসহ প্রতিষ্ঠিত বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করেন। ঘটনার দিন সন্ধ্যায় তিনি আদায়কৃত চাঁদার প্রায় পুরোটাই নিয়ে যেতে চান। দরকষাকষির এক পর্যায়ে আমার গায়ে হাত তোলেন। এরপর হাতাহাতির সৃষ্টি হলে তিনি ক্যাসিনোতে ভাংচুর করেন।

এ ঘটনায় অ্যাসপারস ক্যাসিনো’র চিফ রিস্ক অফিসার RONNIE MONCUR বলেন, To be honest, this has never happened before in our casino. If the matter is undesirable we will take action against them as per our prevailing laws. ( সত্যি কথা বলতে কী আমাদের ক্যাসিনোতে এর আগে কখনো এধরণের ঘটনা ঘটেনি। বিষয়টি অনাকাঙ্খিত। আমরা তাদের বিরুদ্ধে আমাদের প্রচলিত আইনে ব্যবস্থা নেবো।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours