সূচনা পর্বের এই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না: আ.জ.ম নাছির

0 min read

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরে গঠিত অস্থায়ী মুজিব নগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বিজয়ের পথ সূচিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতি সত্ত্বেও তার নির্দেশনায় মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। এই সরকার প্রতিষ্ঠার মাধ্যমে মুক্তিযুদ্ধের বিজয়ের পথ সূচিত হয়। সূচনা পর্বের এই ইতিহাস কখনো মুছে ফেলা যাবে না। কারণ এটাই আমাদের অস্তিত্বের শিখর।

সম্প্রতি ঐতিহাসিব মুজিবনগর দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দীন আহমদের সভাপতিত্বে শফিকুল ইসলাম ফারুকের সঞ্চলনায় বক্তব্য রাখেন এড. ইব্রাহিম হোসেন বাবুল, নোমান আল মাহমুদ, চন্দন ধর, মশিউর রহমান, দিদারুল আলম চৌধুরী, সাইফুদ্দীন খালেদ বাহার প্রমুখ।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours