স্বাধীনতার ৫৩ বছরে এসে এখনো অপ্রাপ্তি আছে: ইনু

0 min read

স্বাধীনতার ৫৩ বছরে এসে এখনো অপ্রাপ্তি আছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

সম্প্রতি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

হাসানুল হক ইনু বলেন, বৈষম্য আছে, লিঙ্গ বৈষম্য আছে। এখনো সবাই সমৃদ্ধির সুফল ভোগ করতে পারছে না, আছে সাম্প্রদায়িক ছোবল, আছে জঙ্গিবাদের তৎপরতা। তারপরও বাংলাদেশ পৃথিবীর বুকে জায়গা করে নিয়েছে। ৭১ এর মুক্তিযুদ্ধের যেই চেতনা, সেই চেতনার পথে বাংলাদেশ টিকে আছে, টিকে থাকবে।

তিনি বলেন, এই অর্জনকে সামনে নিয়েও অপ্রাপ্তি আছে। যেমন বৈষম্য, লুটপাট, দুর্নীতি, দলবাজি, এই সবকিছুই আমরা মোকাবিলা করব সাংবিধানিকভাবে, রাজনৈতিক পথে।

এসময় দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours