বিএনপি পাকিস্তানের দালাল পার্টি: কাদের

1 min read

বিএনপিকে ‘পাকিস্তানের দালাল পার্টি’ আখ্যা দিয়ে দলটিকে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপির চেতনায় পাকিস্তান। এদের প্রতিহত, প্রতিরোধ ও পরাজিত করতে হবে। যারা বলে ‘পাকিস্তান আমল ভালো ছিল’ তারা আসলে পাকিস্তানের সেবাদাস, পাকিস্তানের দালাল।

সম্প্রতি গণহত্যা দিবসে উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবসে’ বিএনপির কোনো কর্মসূচি কেন নেই, আলোচনা সভায় এ প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশে সব অপশক্তি, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তির মুখপাত্র বলেও আখ্যায়িত করেন।

ওবায়দুল কাদের বলেন, একাত্তরের গণহত্যার পর একবারের জন্যও পাকিস্তান দুঃখ প্রকাশ করেনি, ক্ষমা চায়নি। তারা ৩/৪ লাখ লোক আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। তাদের নাগরিকদের ফিরিয়ে নেয়নি।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, দক্ষিণের সাধারণ সম্পাদক হুমায়ূন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours