বিএনপি-জামায়াতের সমর্থনকারীরা দেশ ও জাতির শত্রু : নিখিল

1 min read

বিএনপি-জামায়াতের সমর্থনকারীরা দেশ ও জাতির শত্রু বলে মন্তব্য করেছেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। তিনি বলেন, ‘যারা বিএনপি-জামায়াত দলকে সমর্থন করে তারা দেশের শত্রু, জাতির শত্রু। একাত্তরে যারা এ দেশের স্বাধীনতা চায়নি, জিয়াউর রহমান সেই পরাজিত শক্তিকে, স্বাধীনতার শত্রু বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছিলেন।’

সম্প্রতি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিখিল বলেন, ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পর সারা বিশ্ব বিপদগ্রস্ত, জ্বালানি তেলের মূল্য বেড়েছে। সারা পৃথিবীর মানুষ বোঝে কিন্তু বিএনপি-জামায়াত শক্তি তা বোঝে না। তারা এই ইস্যুটিকে সামনে এনে বর্তমান সরকারের পতন চায়। বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পতন চেয়ে তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। ’

তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে হাওয়া ভবন বানিয়ে লুটতরাজ করে হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বিদেশে পাচার করেছে। ছাত্র সমাজের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে দেশের মানুষের বিরুদ্ধে তাদের ব্যবহার করেছিল। দেশের অশান্তির সৃষ্টি করেছিল।’

যুবলীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াত সাধারণ জনগণের ওপর হামলা করলে, মানুষ হত্যা করলে তাদের সেই হাত ভেঙে দেওয়া হবে। কেবল ঢাকা শহরে নয়, সারা দেশে যুবলীগ তাদের জবাব দেবে।’

২০১৪-১৫ সালে হরতাল-অবরোধ করে বিএনপি-জামায়াত ১৬৫ জন মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে দাবি করে তিনি বলেন, ‘বর্তমানে মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ভালো আছে। বিএনপি-জামায়াত দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। একাত্তরে তারা এ দেশের স্বাধীনতা চায়নি।’

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে মন্তব্য করে মাইনুল হোসেন নিখিল বলেন, ‘বিএনপি-জামায়াত যখনই ক্ষমতায় আসবে, তখনই বাংলাদেশের মানুষ প্রশ্নবিদ্ধ হবে। জঙ্গি হামলার শিকার হবে। বাংলাদেশের মানুষ বিপথগামী হবে। তাদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা প্রমুখ।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours