বিএনপি নির্বাচনে না আসতে নানা টালবাহানা করছে : আমু

1 min read

জনগণকে সংগঠিত করে বিএনপিকে মোকাবিলা করতে ১৪ দলের শরীক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে না আসতে নানা টালবাহানা করছে। তার কারণ তাদের জনসমর্থন নেই।’

সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু বলেন, ‘বিএনপির সমর্থকরা একাত্তরের পরাজিত শক্তি। আন্দোলন সংগ্রামের নামে মানুষ হত্যা করাই তাদের রাজনীতি। আন্দোলন সংগ্রামের কথা বলে গাড়িতে অগ্নি সংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা করা— এদেশের মানুষ ভুলে যায়নি। এখন দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতিকে পুঁজি করে বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।’

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, ‘এর মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর একটানা ২১ বছর আওয়ামী লীগ চরমভাবে নির্যাতিত হয়েছে। ৯৬ সালে ক্ষমতায় আসার পর ২০০১ সাল পর্যন্ত বিএনপির ওপর একটা টোকাও দেয়নি আওয়ামী লীগ।’

বাসদের আহ্বায়ক রেজাউর রশীদ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু, জাতীয় পার্টি-জেপির এজাজ আহম্মেদ মুক্তা, ন্যাপের ইসমাইল হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম, গণআজাদী লীগের এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাত হোসেন, গণতান্ত্রিক মজদুর পার্টির জাকির হোসেন, তরিকত ফেডারেশনের মোহাম্মদ আলী ফারুকী, বাসদের সদস্য সচিব হামিদুল কিবরিয়া চৌধুরী আজহার প্রমুখ।

 

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours