তাড়াশে ককটেল বিস্ফোরণ, বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

1 min read

ডেস্ক রিপোর্ট : সিরাজগঞ্জের তাড়াশে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছেন পুলিশ। মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর আগে রাতে উপজেলার তালম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজ্জামেল হক মজনু বাদী হয়ে অজ্ঞাত ১২০ জনকে আসামি করে মামলা করেন।

এজাহার সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে বিএনপির নেতাকর্মীরা উপজেলার তালম ইউনিয়নের তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের লাউতা চার মাথা আকবর বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। পরে পুলিশ রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন- উপজেলার তালম ইউনিয়ন বিএনপির সভাপতি সোহরাব হোসেন (৫৫), ইউনিয়ন যুবদলের আহ্বায়ক দিদার খান (৪২), তাড়াশ উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক রাজিব আহম্মেদ মাসুম (৩৮), বারুহাস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডা. মুক্তার হোসেন সরকার (৪৫) ও মাধাইনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৪০)।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours