খরচের ভয়ে বিএনপির অসুস্থ নেতাদের খবর নেন না কেউ

1 min read

নিউজ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ বেশ কয়েকজন নেতা সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে কেউ কেউ করোনাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত।

তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন নবী খান সোহেল, গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বিএনপির অসুস্থ নেতাদের বর্তমান শারীরিক অবস্থা কেমন জানতে চাইলে দলের চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এখনো কারো খোঁজ নেয়ার সময় করতে পারিনি। তবে সময় পেলে খবর নিয়ে অবশ্যই জানাবো।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, অনেকেই খরচের ভয়ে খবর নিতে চান না। এটি দুঃখজনক। আমাদের উচিত টাকা-পয়সার ঊর্ধ্বে গিয়ে মানবিক বিষয় বিবেচনায় আনা।

অসুস্থ নেতাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে কোভিড আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে রয়েছেন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাইবান্ধা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ ইউনাইটেড হাসপাতালে কোভিড আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন। তাদের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজজামান সেলিম কিছুটা সুস্থ হয়েছেন।

জানা গেছে, অসুস্থ নেতাদের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সিনিয়র কোনো নেতাই এখন পর্যন্ত যোগাযোগ করেননি।

আরও পড়তে পারেন

+ There are no comments

Add yours